ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘সোনিয়াই কংগ্রেসের নেতৃত্ব দেবেন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৪
‘সোনিয়াই কংগ্রেসের নেতৃত্ব দেবেন’ সোনিয়া গান্ধী , অমরিন্দর সিং

ঢাকা: সোনিয়া গান্ধীই আগামী কিছুদিন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন দলটির নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

ষোড়শ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর এক প্রশ্নের উত্তরে অমরিন্দর সিং একথা বলেন, যিনি বিজেপির প্রভাবশালী নেতা অরুণ জেটলিকে অমৃতসর আসনে ত্রিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।



শুক্রবার অমরিন্দর সিং বলেন, “অবশ্যই সোনিয়া গান্ধী আরো কিছু দিন কংগ্রেসের নেতৃত্ব দেবেন। “

“কংগ্রেসের জন্য এমন অভিজ্ঞতা এই প্রথম নয়। ১৯৭৭ সালেও দলের এমন ভরাডুবি হয়েছিল। এটাই গণতন্ত্রের নিয়ম। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। ”

কংগ্রেস আবার ‘বাউন্স ব্যাক’ করবে বলেও আশা প্রকাশ করেন এই নেতা।

পাঞ্জাবে দলের খারাপ ফলাফলের জন্য আম আদমি পার্টিকে দায়ী করে অমরিন্দর সিং বলেন, তারা কংগ্রেসের ভোট কেটেছে।

তবে নিজের জয়ের পেছনের কারণ উল্লেখ করে তিনি বলেন, অরুণ জেটলি অমৃতসরে জাতীয় ইস্যুকে প্রাধান্য দিয়ে ভোট চেয়েছেন। আর তার বিপরীতে তিনি ভোট চেয়েছেন অমৃতসর ইস্যুতেই।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।