ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নতুন লোকসভার ৭৫ শতাংশ সদস্যই স্নাতক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মে ১৮, ২০১৪
নতুন লোকসভার ৭৫ শতাংশ সদস্যই স্নাতক

ঢাকা: ভারতের ১৬তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে ৭৫ শতাংশই স্নাতক, অর্থাৎ ৭৫ শতাংশ স্নাতক সদস্য নিয়ে গঠিত হতে যাওয়া নতুন লোকসভায় প্রবেশ করছেন নবনির্বাচিত সদস্যরা। অবশ্য মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি ১৩ শতাংশ বিজয়ী প্রার্থী।



বেসরকারি গবেষণা সংস্থা ‘পিআরএস’র এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো রোববার সন্ধ্যায় এ খবর জানিয়েছে।

পিআরএস’র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন লোকসভায় ৭৫ শতাংশ সদস্যই স্নাতক হলেও এটি গত লোকসভার চেয়ে কিন্তু কম। ১৫তম লোকসভায় স্নাতক ছিলেন ৭৯ শতাংশ সদস্য।

প্রতিবেদনে আরও জানানো হয়, এবারের লোকসভায় মাধ্যমিকে অনুত্তীর্ণ সদস্যের সংখ্যা বেড়ে গেছে ২০০৯ সালে গঠিত লোকসভার চেয়ে ১০ শতাংশ। অর্থাৎ এবারের লোকসভায় সদস্যের আসনে যারা বসবেন তাদের মধ্যে ১৩ শতাংশই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি।

পিআরএস’র প্রতিবেদন মতে, গত লোকসভ‍ার চেয়ে এবারের লোকসভায় ডক্টরেট ডিগ্রিধারীদের সংখ্যা বেড়েছে। গতবার যেখানে ৩ শতাংশ ডক্টরেট ডিগ্রিধারী লোকসভায় আসন নিয়েছিলেন, সেখানে এবারের লোকসভায় ৬ শতাংশ ডক্টরেট ডিগ্রিধারী সদস্য লোকসভায় আসন নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৪

** ক্রিমিনাল ও ধনীতে ভরপুর এবারের লোকসভা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।