ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর নাম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক প্রস্তাব বিকেলে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মে ২০, ২০১৪
মোদীর নাম প্রধানমন্ত্রী  হিসেবে আনুষ্ঠানিক প্রস্তাব বিকেলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও নরেন্দ্র মোদী

ঢাকা: নরেন্দ্রভাই দমোদরদাস মোদীকে ভারতের  নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাম প্রস্তাব করেছেন ভারতীয় জনতা পার্টির বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানি।

এ জন্য ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ১৫ সদস্যের একটি দল তাদের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন।



এ জন্য তারা মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। নরেন্দ্র মোদীও এ সময় উপস্থিত  থাকছেন।

এদিকে, রাষ্ট্রপতি ভবনের প্রেস সেক্রেটারি ভেনু রাজামনি জানিয়েছেন, রাষ্ট্রপতি বিকেল সোয়া তিনটায় এনডিএ জোট প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

এ সময় প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি রাজনাথ সিং এবং দলের সিনিয়র নেতা এল কে আদভানি ও মুরলি মনোহর যোশী।

অন্যদিকে, এনডিএর শরিক দলের মধ্যে উপস্থিত থাকবেন- আকালি দলের প্রকাশ সিং বাদল, সুখবীর সিং, টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, শিবসেনা নেতা উদ্ধব থ্যাকারে, এলজেপির রাম বিলাস পাসওয়ান, নাগা পিপলস ফ্রন্টের নেইফু রিও।

এ ছাড়াও বিজেপির আরো যারা উপস্থিত থাকবেন, তারা হলেন- সুষমা স্বরাজ, অরুণ জেটলি, ভিনকাইয়ো নাইডু, নিতিন গডকারি, অন্নাথ কুমার ও টি সি গেলট।

** সংসদের প্রবেশ পথে মোদীর প্রণাম

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মে ২০, ২০১৪/আপডেটেড: ১৩১৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।