ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাষ্ট্রপতিভবনে মোদী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ২০, ২০১৪
রাষ্ট্রপতিভবনে মোদী প্রণব মুখার্জি ও নরেন্দ্র মোদী

ঢাকা: ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রধানমন্ত্রী-প্রার্থী নরেন্দ্রভাই দমোদরদাস মোদী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতিভবনে প্রবেশ করেছেন।

ভারতীয় সময় পূর্ব নির্ধারিত মঙ্গলবার বিকাল তিনটা ২২ মিনিটে মোদী রাষ্ট্রপতিভবনে প্রবেশ করেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

  

এর আগে বিজেপি সংসদীয় দলের নেতা হিসাবে ও সংসদে ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নাম প্রস্তাব করেন ভারতীয় জনতা পার্টি বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানি।

সেই সভায় মোদী এক আবেগঘন বক্তব্য রাখেন বলে ঘনিষ্টদের সূত্রে জানিয়েছে এনডিটিভি।

মোদীর আগে রাষ্ট্রপতিভবনে যান বিজেপি নেতা এল কে আদভানীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ১৫ সদস্যের একটি দল।

বিজেপি সভাপতি রাজনাথ সিং এনডিএ এর পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে। পরে তিনি সরকার গঠনে মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান,

রাষ্ট্রপতি ভবনের প্রেস সেক্রেটারি ভেনু রাজামনি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিনিধি দলে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপির জ্যেষ্ঠ নেতা মুরলি মনোহর যোশী, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, ভেংকাইয়া নাইডু, নিতিন গড়কারি, অন্নাথ কুমার ও টি সি গেলট।

অন্যদিকে, এনডিএর শরিক দলের মধ্যে আকালি দলের প্রকাশ সিং বাদল, সুখবীর সিং, টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, এলজেপির রাম বিলাস পাসওয়ান, নাগা পিপলস ফ্রন্টের নেইফু রিও উপস্থিত আছেন বলে জানা গেছে।

এদিকে বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের সভার পর পরই মোদী টুইট করেন। তাতে তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত; যেখানে বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের সভায় আমাদের এনডিএ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি তাদের স্যালুট জানাই। ”

ভাবী এই প্রধানমন্ত্রী তার পূর্বসূরীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন, “স্বাস্থ্যগত কারণে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়েজি সভায় ছিলেন না, কিন্তু আমি জানি তার আশির্বাদ আমাদের সকলের সঙ্গে রয়েছে। ”

সেই সভায় মোদী মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে তার টেলিফোন সংলাপ তুলে ধরে বলেন, আমরা দুটি দেশের মধ্যে আগামী দিনে আরো বেশি শক্তিশালী বন্ধন তৈরি করতে আগ্রহী।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।