ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পরিবহনে চাটার্ড হেলিকপ্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ২০, ২০১৪
পশ্চিমবঙ্গের পরিবহনে চাটার্ড হেলিকপ্টার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার পরিবহন ব্যবস্থায় যোগ হলো আরও দু’টি নতুন পালক। আগেই কলকাতা থেকে শান্তিনিকেতন, দীঘা প্রভৃতি জায়গায় হেলিকপ্টার পরিসেবা চালু ছিল।

এতে ভালো সাড়া পেয়ে রাজ্য পরিবহন দপ্তর এবার চালু করল চার্টার্ড হেলিকপ্টার পরিসেবা।
 
এই সেবা পরিচালনার জন্য একটি বেসরকারি সংস্থা থেকে ১২জন যাতায়াত করতে পারে এমন একটি চার্টার্ড হেলিকপ্টার ভাড়া করেছে রাজ্য সরকার।

পরিবহন মন্ত্রী বলেন, শুধু ভ্রমণের জন্যই নয়, জরুরিকালীন চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, রোগী নিয়ে আসা-যাওয়া করা প্রভৃতি কাজেও এ হেলিকপ্টার ব্যবহার করা যাবে। একবার এ হেলিকপ্টার ভাড়ার জন্য প্রতিদিনের খরচ পড়বে ২ লাখ রুপি।

পরিবহন মন্ত্রী আরও জানান, এই প্রথম কলকাতা থেকে বিহার যাওয়ার ৪৬টি সরকারি বাস চালু করা হচ্ছে। ১৯৮৮ সালে কলকাতা থেকে বিহার যাওয়ার সরকারি বাস চলাচলের প্রস্তাব পাস হলেও এতদিন সেটি চালু করা যায় নি।

মদন মিত্র বলেন, এর ফলে রেলে পরিসেবার থেকেও বেশ কিছুটা কম খরচে মানুষ কলকাতা থেকে বিহারের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২০ মে , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।