ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গুজরাটে মোদীর উত্তরসূরী আনন্দিবেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মে ২১, ২০১৪
গুজরাটে মোদীর উত্তরসূরী আনন্দিবেন

ঢাকা: টানা ১৩ বছর দায়িত্ব পালনের পর গোটা ভারতের নেতৃত্ব দিতে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্রভাই দমোদরদাস মোদী। তার উত্তরসূরী হিসাবে অবশেষে রাজ্যের রাজস্ব মন্ত্রী আনন্দিবেন প্যাটেলের নামই ঘোষণা করেছে বিজেপি।

 

বুধবার বিকালে মোদী গুজরাটের গান্ধীনগরে রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেন। তার পরই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে আনন্দিবেন প্যাটেলের নাম ঘোষণা করা হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

তার আগে বিকালে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেন মোদী।

এনডিটি টিভি জানিয়েছে, বৃহস্পতিবারই গুজরাটের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আনন্দিবেন প্যাটেল। সেখানে মোদী ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি রাজনাথ সিং এবং এল কে আদভানির মত রথী-মহারথীরাও।

মোদীর নেতৃত্বেই গুজরাটে পর পর তিনবার ক্ষমতায় আসে বিজেপি। তিন দফায় তিনি মোট ১৩ বছর মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন।

২০০১ সালে প্রথমবার গুজরাট বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ঠিক তেমনি তের বছর পর ২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন মোদী। আগামী ২৬ মে দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি।

এদিকে আনন্দিবেনকে মুখ্যমন্ত্রী করায় রাজ্যের প্রভাবশালী বিজেপি নেতাদের একটি অংশ নাখোশ। তার উপর ভরসা রাখতে পারছেন না হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা-আরএসএসও, যার রাজনৈতিক শাখা হিসাবে পরিচিত বিজেপি।

মোদীঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিত শাহও নাকি চাননি আনন্দিবেন মুখ্যমন্ত্রীর পদে বসুক।

২০১২ সালের রাজ্য নির্বাচনে আনন্দিবেন আহমেদাবাদের ঘাটলোদিয়া থেকে ১ লাখ দশ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন। লোকসভা নির্বাচনের জন্য মোদী যখন পুরো ভারত চষে বেরিয়েছেন তখন রাজ্যের শাসন চালাতে সিনিয়র মন্ত্রীদের টিমের প্রধান করা হয়েছিলো তাকে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।