ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীকে ঠেকাতে হাত মেলালেন লালু-নীতীশ

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪
মোদীকে ঠেকাতে হাত মেলালেন লালু-নীতীশ

ঢাকা: ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠেকাতে সবাইকে তাজ্জব বানিয়ে হাতে হাত মেলালেন বিহারের ভিন্ন বলয়ের দুই নেতা লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমার। শুধু তাই নয়- বিহারে নীতীশ কুমারের জেডিইউ সরকারকে নিঃশর্ত সমর্থনের সিদ্ধান্ত নিল লালুর দল আর জে ডি।



এ ঘটনায় প্রশ্ন উঠছে, আস্থাভোটের আগের দিন অহি নকুল সম্পর্কের লালু প্রসাদ ও নীতীশ কুমার কেন এই সিদ্ধান্ত নিলেন? উত্তরটা দিয়েছেন লালুপ্রসাদ নিজেই।

‍বিহারের সাবেক শাসকদল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ জানিয়েছেন, বিজেপিকে ঠেকাতেই তাঁরা জেডিইউ সরকারকে সমর্থন দিচ্ছেন। শুক্রবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নতুন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। আরজেডি পাশে দাঁড়ানোয় অঙ্কের হিসেবে আস্থাভোটে সহজ জয় পাওয়ার কথা জেডিইউর।

বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৭। এই মুহূর্তে জেডিইউর বিধায়ক সংখ্যা ১১৭। আরজেডির রয়েছে একুশজন বিধায়ক। কংগ্রেসের চার বিধায়ক, সিপিআইয়ের এক ও দুই নির্দল বিধায়ক জেডিইউকে সমর্থনের চিঠি দিয়েছে। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এদিন আস্থাভোটের মোকাবিলা করবেন জিতনরাম মাঝি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।