ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছন্দার খোঁজে হেলিকপ্টার তল্লাশি শুরু

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৪
ছন্দার খোঁজে হেলিকপ্টার তল্লাশি শুরু

ঢাকা: কাঞ্চনজঙ্ঘার ইয়ালুংকাং পাহাড় এলাকায় আবহাওয়া অনুকূল থাকায় শনিবার সকাল থেকেই নিখোঁজ ছন্দা গায়েন ও তাঁর সঙ্গীদের উদ্ধারকাজ শুরু হয়েছে৷ হেলিকপ্টারে করে সেনা তল্লাশি চালানো হচ্ছে৷

উদ্ধারকারী দলের সদস্যরা তাশি শেরপা এবং তাশির দাদা পাসাংয়ের নেতৃত্বে কাঞ্চনজঙ্ঘার পশ্চিম প্রান্তের উদ্দেশে রওনা হয়েছে৷ মিংপা শেরপা বেসক্যাম্প থেকে পুরো অপারেশনের তত্ত্বাবধান করা হচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারী দলের সদস্যরা ঠিক যে এলাকায় ধস নেমেছিল সেই জায়গাটি চিহ্নিত করে তার কাছাকাছি পৌঁছেও গিয়েছেন৷

ছন্দাকে খুঁজে পেতে এখন প্রধান ভরসা তাশি৷কারণ ছন্দা নিখোঁজ হওয়ার সময় তাশি সেখানে ছিল৷ শুক্রবার তাশি বেসক্যাম্পে ফিরে আসার পর থেকেই তাঁকে সঙ্গে নিয়ে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়৷

ছন্দা নিখোঁজ হওয়ার পর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেভাবে এতদিন উদ্ধারের কাজ শুরু করা যায়নি৷ যদিও বেস ক্যাম্পে উদ্ধারকারী দলের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছিল৷

শুক্রবার রাত থেকেই আবহাওয়া কিছুটা অনুকূল হতে থাকে৷ তারপই আর দেরি করেনি উদ্ধারকারী দলের সদস্যরা৷ দুর্ঘটনাস্হল থেকে বেঁচে ফিরে আসা তাশি শেরপাকে সঙ্গে নিয়েই শনিবার কাঞ্চনজঙ্ঘার ৫,৪৭৫ মিটার উচ্চতার বেস ক্যাম্প থেকে সার্চ অপারেশন শুরু হয়েছে৷

শনিবার সকালেও এই এভারেস্টজয়ী পর্বতারোহীর বাড়িতে নিস্তব্ধতা৷ শুক্রবার রাতে ছন্দার পরিবারের সঙ্গে দেখা করে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবারের সদস্যদের যাতে বিরক্ত করা না হয় সেজন্য শনিবার সকাল থেকেই ছন্দার বাড়ির চারপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে৷

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অবাধ ঘোরাফেরার উপর আরোপ হয়েছে বিধিনিষেধ৷ তারপরও সাধারণ মানুষ এদিনও সকাল থেকেই ভিড় জমিয়েছিল ছন্দার বাড়ির সামনে৷

গত মঙ্গলবার ঘটে এ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘার যেখানে দুর্ঘটনায় পড়েছিলেন ছন্দারা তার উচচতা প্রায় ৭৫০০-৭৬০০ মিটার৷ সমস্যা হল হেলিকপ্টার ৬০০০ মিটারের বেশি উচ্চতায় উঠতে পারে না৷ বাতাসের ঘনত্ব কমে যাওয়াতেই এই সমস্যা হয়৷ সম্ভবত, তখনই ছন্দার উপর আছড়ে পড়ে তুষারধস৷ যা তাঁকে ভাসিয়ে নিয়ে যায় গভীর খাদে।

খুব কাছ থেকে নিজের চোখে এই দুর্ঘটনা দেখেও কিছু করতে পারেননি সঙ্গী তাশি৷

** খোঁজ মেলেনি এভারেস্ট জয়ী ‌‌'শিখর কন্যা' ছন্দার

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।