ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় উদযাপিত হচ্ছে নজরুলের জন্মজয়ন্তী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১৪
কলকাতায় উদযাপিত হচ্ছে নজরুলের জন্মজয়ন্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কলকাতায় উদযাপিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মজয়ন্তী।

সোমবার দিনটি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবনে বিদ্রোহী কবির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এ সময় তিনি বলেন, কবি নজরুলের আদর্শ আজও আমাদের কাছে প্রাসঙ্গিক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরাদ হাকিম।

সোমবার সন্ধ্যায় কলকাতার রাজারহাট নিউটাউন অঞ্চলে 'নজরুল তীর্থ'-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

নজরুল তীর্থ-এর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলামসহ কবি কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।