ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুষমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৪
ভারতের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুষমা সুষমা স্বরাজ

ঢাকা: বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের নতুন সরকারের পরররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সুষমা স্বরাজ।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।



টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ ও এনডিটিভিসহ বেশ কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৬২ বছর বয়সী সুষমা স্বরাজই ক্রমেই বিশ্ব পরাশক্তি হয়ে ওঠা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেতে যাচ্ছেন।

ভারতীয় রাজনীতিতে প্রভাবশালী নেত্রী সুষমা ১৫তম লোকসভায় বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। তিনি সাতবার লোকসভার সদস্য ও তিনবার বিধানসভার সদস্য নির্বাচিত হন। মাত্র ২৫ বছর বয়সেই হরিয়ানা রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নেওয়া সুষমা দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এবারের ষষ্ঠদশ লোকসভা নির্বাচনে মধ্য প্রদেশের বিড়িষা আসন থেকে জয়লাভ করেন ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারির নয়াদিল্লিতে জন্মগ্রহণ করা সুষমা।

বাংলাদেশ সময়: ১৩২৫  ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।