ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সরকারি এসি বাস প্রকল্পের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মে ২৬, ২০১৪
কলকাতায় সরকারি এসি বাস প্রকল্পের উদ্বোধন

কলকাতা: কলকাতাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল অপ্রতুল সরকারি বাস নিয়ে। সেই অভিযোগ মাথায় রেখে রোববার ৫০০ কোটি রুপি খরচ করে ৮৭৪টি শীতাতপ নিয়ন্ত্রিত সরকারি বাস প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেসরকারি পরিবহনের চেয়ে কম খরচে এ বাসগুলি যাত্রী পরিবহন করবে।

আপাতত তিরিশটি বাস পথে চলবে। শহরের ফুটপাতের সঙ্গে সামঞ্জস্য রেখে নীল ও সাদা রং করা হয়েছে বাসগুলিতে।

উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিদ্রোহী কবি নজরুলের জন্মদিনের মতো শুভদিনে বাসগুলির উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। সরকার শুধু স্থলপথ নয়, জল এবং আকাশ পথেও রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নতির চেষ্টা করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র, পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।