ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর শপথ গ্রহণ দেখা নিয়ে বচসায় ২৬ জন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪
মোদীর শপথ গ্রহণ দেখা নিয়ে বচসায় ২৬ জন গুলিবিদ্ধ

কলকাতা: প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় লাড্ডু বিতরণ এবং উৎসব করা নিয়ে বিজেপি কর্মীদের উপর হামালার অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।



তিনি জানান, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় প্রথম বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছিল।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বসিরহাট অঞ্চলের সন্দেশখালির একটি গ্রামে সোমবার মোদীর শপথ গ্রহণের সময় আনন্দ –উৎসব করা নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে প্রথমে মারামারি হয় বিজেপি কর্মীদের।

জানা গেছে, মঙ্গলবার সকালে আবার তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের উপর হামালা চালায়। রাহুল সিনহা জানিয়েছেন, এই ঘটনায় মোট ২৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ১৩ জনের অবস্থা অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে তাদের কলকাতার এস এস কে এম(পিজি) হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হন।

হাসপাতালেই রাহুল সিনহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করা হয়েছে অপরাধীদের গ্রেফতার করতে হবে।

তিনি জানান, কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তিনি কথা বলেছেন।

রাহুল সিনহা আরো জানান, এর প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘণ্টা বসিরহাট ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, মে ২৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।