ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদী-নওয়াজ বৈঠক

প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি: পাকিস্তান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ২৮, ২০১৪
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি: পাকিস্তান নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদী

ঢাকা: পাকিস্তান মনে করছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দমোদরদাস মোদীর সঙ্গে যে বৈঠক করেছেন তার প্রাপ্তি প্রত্যাশার চেয়েও বেশি।

ভারতের রাজধানী দিল্লিতে ‘চির বৈরি’ দুই দশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের ২৪ ঘণ্টার মাথায় পাকিস্তানের ইসলামাবাদের এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান।



প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র উপদেষ্টা শারতাজ আজিজ বলেন,  বৈঠকে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

“যদিও মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যই এই সফর, তবু এ বৈঠকের প্রাপ্তি পাকিস্তানের প্রত্যাশার চেয়েও বেশি। ”

এটা শুধু একটি ফটোসেশন না, বৈঠকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দুই দেশের মধ্যে নীতি-নির্ধারণীমূলক আলোচনা হয়েছে, বলেন নওয়াজ শরিফের উপদেষ্টা।

ষোড়শ লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দমোদরদাস মোদীর শপথ অনুষ্ঠানে এবারই প্রথম প্রথা ভেঙ্গে সার্কভূক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানায় দিল্লি।

এতে ১৯৪৭ সালে দেশভাগের পর প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে নওয়াজ শরিফ ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নেন।

মঙ্গলবার দিল্লির হায়দ্রবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আন্তরিক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতার মধ্যে সন্ত্রাসবাদ, যৌথ বাণিজ্যসহ সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।