ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ১৬তম লোকসভার প্রথম অধিবেশন ৪ জুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ২৯, ২০১৪
ভারতের ১৬তম লোকসভার প্রথম অধিবেশন ৪ জুন

ঢাকা: ভারতের ১৬তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৪ জুন। আট দিনব্যাপী প্রথম অধিবেশন শেষ হবে ১১ জুন।



সংসদ বিষয়ক মন্ত্রী ভেনকাইয়া নাইডুর বরাত দিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

অধিবেশনের প্রথম দু’দিন (৪ ও ৫ জুন) নবনির্বাচিত মন্ত্রীরা শপথ নিবেন। তৃতীয় দিন ৬ জুন স্পিকার নির্বাচিত করা হবে। ৯ জুন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বক্তব্য রাখবেন।

এদিকে, মন্ত্রীরা আগামী একশ দিন কী করবেন সে বিষয়ে কার্যতালিকা তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ২৬ মে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। মন্ত্রিসভায় রয়েছেন ৪৫ জন সদস্য।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।