ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার নখদর্পণে নতুন রূপটান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৪
কলকাতার নখদর্পণে নতুন রূপটান

ঢাকা: রূপচর্চায় নতুন পালক কলকাতায়। নখের মধ্যে এবার ফুটে উঠবে ফুল, পাতা কিংবা প্রজাপতি।

চাইলেই নখে নেমে আসতে পারে আকাশের তারা থেকে গ্রামের কোনো দৃশ্য।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সল্টলেকের বৈশাখী শপিং মলে উদ্বোধন হলো শুধু নখ সজ্জার স্টুডিও-‘গ্লাম নেলস’। কলকাতায় শুধু নখ সজ্জার স্টুডিও এই প্রথম।

স্টুডিওটির উদ্বোধন করে প্রখ্যাত টলিউডের অভিনেত্রী ঋধিমা ঘোষ বলেন, মুম্বাই, গোয়া, চেন্নাই এসব জায়গায় নখ সজ্জার স্টুডিও খুবই জনপ্রিয়। এ ধরনের একটি স্টুডিও উদ্বোধন করতে পেরে আমি খুবই আনন্দিত।  

‘গ্লাম নেলস’ শুধু নখ সজ্জা নিয়েই কাজ করবে জানিয়ে প্রতিষ্ঠানটির অন্যতম অধিকর্তা প্রেরণা কোঠারি বলেন, সিঙ্গাপুর, পাটায়া, লাসভোগাস, নিউইয়র্ক প্রভৃতি  শহরেও এই ধরনের স্টুডিও খুবই জনপ্রিয়।

তিনি আশা প্রকাশ করেন, কলকাতার মহিলা মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠবে ‘গ্লাম নেলস’।

সর্বাধুনিক প্রযুক্তি এবং নেইল আর্টিস্টদের সমন্বয়ে এই প্রতিষ্ঠান কলকাতাবাসীর কাছে বিশেষ জায়গা করে নেবে বলে আশা প্রতিষ্ঠানের আরেক কর্ণধার অঙ্কিত আগরওয়ালয়ের।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।