ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গণধর্ষণের শিকার দুই বোনের পরিবারের পাশে রাহুল গান্ধী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৩১, ২০১৪
গণধর্ষণের শিকার দুই বোনের পরিবারের পাশে রাহুল গান্ধী

ঢাকা: ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গণধর্ষণের পর হত্যার শিকার দুই বোনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।

শনিবার সকালে রাহুল উত্তর প্রদেশের বদুউনে তাদের বাড়ি গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তাদের পাশে থাকার আশ্বাস দেন।



গত মঙ্গলবার রাতে প্রাকৃতিক কাজ সারতে ১৪ ও ১৫ বছর বয়সী দুই বোন ঘরের বাইরে গেলে দুর্বৃত্তরা তাদের ধরে নিয়ে গণধর্ষণ চালায়। পরে কাকাতো-জ্যাঠাতো দুই বোনকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। পরদিন পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় উত্তর প্রদেশসহ সারা ভারতে সমালোচনা ঝড় উঠে।

এ ঘটনার বিচার দ্রুত করার জন্য গত শুক্রবার দেশটির ইউনিয়ন নারী ও শিশু উন্নয়ন বিষয়কমন্ত্রী মানেকা গান্ধী ‘রেইপ ক্রাইসিস সেল’ গঠন করার ঘোষণা দেন। পাশাপাশি এ ঘটনায় সিবিআই তদন্তের আশ্বাস দিয়েছেন।

ধর্ষণের শিকার একজনের বাবা অভিযোগ করে বলেন, এ ঘটনার পর তারা পুলিশে অভিযোগ দিতে গেলেও পুলিশ তা আমলে নেয়নি।

মনেকা গান্ধীও এ ঘটনায় পুলিশের অবহেলাকে সমানভাবে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

দুই বোনকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।