ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

স্পিকার হিসেবে শপথ নিলেন সুমিত্রা

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ৬, ২০১৪
স্পিকার হিসেবে শপথ নিলেন সুমিত্রা সুমিত্রা মহাজন

ঢাকা: মোদী সরকারের লোকসভায় স্পিকার হিসেবে শুক্রবার শপথ নিলেন সুমিত্রা মহাজন। মীরা কুমারের পর দ্বিতীয় মহিলা হিসেবে স্পিকার পদে শপথ নিলেন তিনি।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনের শেষের দিকে স্পিকার পদের জন্য একমাত্র সুমিত্রা মহাজনের নাম মনোনীত করা হয়।

সুমিত্রা মহাজনকে স্পিকার হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য নেতারা একযোগে তাঁর নাম প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী ছাড়া তাঁর নাম প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু।

কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খারগে, এআইডিএমকের এম থম্বিদুরাই, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবও তাঁর নাম প্রস্তাব করেন। নবগঠিত লোকসভার অধিবেশন শুরু হয়েছে বুধবার।

৭২ বছরের সুমিত্রা মহাজন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে অষ্টমবারের জন্য জিতে সংসদে আসেন। ১৯৮৯ সাল থেকে লোকসভায় ইন্দোরের সংসদ সদস্য তিনি। তিনি এবার ৪ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছেন ।

অপরদিকে ডেপুটি স্পিকারের পদ পেতে যাচ্ছেন অম থম্বিদুরানি। দুদিন আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে লম্বা বৈঠক করেন এআইডিএমকে প্রধান জয়ললিতা। গত লোকসভা থেকেই সংসদে এআইডিএমকে’র দলনেতা থম্বিদুরানি।

অম থম্বিদুরানি ১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের পদে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।