ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত শিশুরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ৯, ২০১৪
বিশ্বকাপ জ্বরে আক্রান্ত শিশুরাও

কলকাতা: পারদ চড়ছে চড়চড় করে, জ্বর বাড়ছে কলকাতার। এই  জ্বরের থাবায় আক্রান্ত হচ্ছেন আট থেকে আশি।

ওয়াকিবহাল আভাস দিচ্ছে, জ্বর বাড়লে আগামী দিনে রাতের ঘুম থাকবে না।

একবার শুরু হলে চলবে টানা মাস ধরে। এ জ্বরের কোনো প্রতিষেধকও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি- যার না ‘বিশ্বকাপ’ জ্বর।

১২ জুন থেকে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে পর্দা উঠছে ২০তম ফিফা বিশ্বকাপের। আর সেই বিশ্বকাপে সব কয়টি খেলা উপভোগ করতে বড়দের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে কলকাতার শিশুরাও।

বিশ্বকাপের উন্মোদনাকে সামনে রেখে পশ্চিমবেঙ্গের রাজধানী কলকাতার বিখ্যাত কফি শপ ‘কফি এক্সপ্রেসে’ ক্ষুদে ফুটবলারদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে নিজেদের প্রিয় খেলোয়াড় এবং দলের জার্সি পরে হাজির হয়েছিলেন ফুটবলের খুদে সমর্থক ও খেলোয়াড়রা।

ছিল ‘ব্রাজুকা’ নিয়ে দাপাদাপি, ফুটবল নিয়ে হইচই, ফুটবল খেলা, কুইজ এবং পছন্দ মত খাওয়া-দাওয়া। আর এসব পেয়ে মহা আনন্দে কিছুটা সময় কাটালো তারা।

বিশ্বকাপের বেশির ভাগ খেলা-ই ভারতীয় সময়ে রাতে  অনুষ্ঠিত হবে। খুদে খেলোয়াড় ও সমর্থকদের রাত জেগে খেলা দেখার পক্ষে নেই অভিভাবকরা।

তবে সাধারণত রাত দশটায় ঘুমের দেশে হারিয়ে যাওয়া সেই শিশুরা বড়দের সঙ্গে সুর মিলিয়ে খেলা দেখার আবদার জানিয়েছে।
কফি হাউজ থেকে মেট্রো রেল কবি থেকে কর্পোরেট, বিশ্বকাপ জ্বরে সবাই আক্রান্ত হয়ে গেছেন।  

এরইমধ্যে চিতপুরে ব্যান্ড পার্টির বুকিং হয়ে গেছে। পাড়ার ক্লাবেও জায়েন্ট স্ক্রিন লাগানোর কাজ শুরু হয়ে গেছে।

টি-শার্ট, টুপি, পোস্টার মিলে গোটা কলকাতার দখল নিয়েছে ‘বিশ্বকাপ’।

সেখানে কী করেই বা শিশুদের বিশ্বকাপ জ্বর থেকে বাঁচানো যাবে? তাই ভুবন জোড়া ফুটবলের আনন্দে মাতোয়ারা কলকাতার শিশুরাও।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।