ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে লাল আলোর গাড়ি নিয়ন্ত্রণ করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
পশ্চিমবঙ্গে লাল আলোর গাড়ি নিয়ন্ত্রণ করবে সরকার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভিআইপিদের গাড়িতে লাল আলো লাগানো নিয়ে নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের পূর্ণ মন্ত্রী, বিধান সভার বিরোধী দলনেতা, উচ্চ আদালতের বিচারপতিরা একমাত্র ফ্লাশার লাগানো লাল আলোর গাড়ি চড়তে পারবেন।



কলকাতার মেয়রসহ অন্যান্য মন্ত্রী, ডেপুটি এবং প্রধান সচিবরা ফ্লাশার ছাড়া লাল আলোর গাড়ি চড়তে পারবেন।

এছাড়া কেউ গাড়িতে লাল আলো ব্যবহার করলে তাকে শাস্তি পেতে হবে বলে জানান পরিবহন মন্ত্রী মদন মিত্র।

তিনি জানান, তবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী যারা লাল আলোর গাড়িতে চলেন, তারা তা যথারীতি ব্যবহার করতে পারবেন।

যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গাড়িতে লাল আলোর ব্যবহার করেন না এবং তিনি লাল আলো ছাড়া তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন।

পরিবহন মন্ত্রী মদন মিত্র জানান, মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে তিনিও গাড়িতে লাল আলো ব্যবহার করেন না।

পশ্চিমবঙ্গে লাল আলো লাগানো গাড়ির অপব্যবহার নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল। ভারতের সর্বোচ্চ আদালতও এই নিয়ে রায় দেয়।

পরিবহন মন্ত্রী মদন মিত্র জানান, সেই রায়ের নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।