ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছুটে চলল চালকহীন ট্রাম

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
ছুটে চলল চালকহীন ট্রাম

ঢাকা: সিনেমার রুদ্ধশ্বাস দৃশ্যকেও হার মানায়। ছুটছে তো ছুটছে খোদ জনাকীর্ণ কলকাতা শহরের রাস্তায় ছুটছে চালকহীন ট্রাম।



লাইনের উপর দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ি সেই ট্রামের ধাক্কায় ছিটকে যাচ্ছে৷ আর সেই ‘পাগলা' ট্রামকে আটকাতে দৌড়‍াচ্ছে আম জনতা।

বৃহস্পতিবার সকালে এমনই ঘটনার সাক্ষী রইল মধ্য কলকাতার সাধারণ মানুষ৷ অভিজাত বালিগঞ্জের কাছে ম্যান্ডেভিলা গার্ডেন্স-এর কাছে ট্রামের এমন ‘রহস্যজনক' আচরণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সর্বত্র।

শেষ পর্যন্ত চালকহীন ট্রামে আগুন লেগে যায়। দুই যুবক প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রামে উঠে সেটিকে থামান। ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশবাহিনী৷ যান ট্রাম কোম্পানির শীর্ষ অফিসাররাও। সকালে এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যানজট ছড়িয়ে পড়ে দক্ষিণ কলকাতার একটি অংশ জুড়ে।

কীভাবে এই ঘটনা ঘটল তা পৃথকভাবে তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ ও ট্রাম কর্তৃপক্ষ৷ তখন সবে মাত্র অফিসটাইম শুরু হয়েছে। গড়িয়াহাট-রাজাবাজার রুটের ওই ট্রামটি নিয়ে বেরিয়েছিলেন চালক।

কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ম্যান্ডেভিলা গার্ডেন্স-এর কাছে চালকহীন ট্রামটি বেশ গতিতেই চলতে শুরু করেছিল৷ ওই সময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পর পর ন'টি গাড়িকে ধাক্কা মারে ওই ট্রামটি।

ভয়ঙ্করভাবে গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম কোম্পনি সূত্রে জানা গিয়েছে, ট্রামে কোনও যাত্রী ছিলেন না। গড়িয়াহাট থেকে রাজাবাজারের দিকে যাওয়ার সময় আচমকাই বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুত্‍ সরবরাহ শুরু হলে ট্রামটি চলতে শুরু করে।

এই সময় চালক  ট্রামটি থামানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ তাতে ব্রেক ধরছিল না। ফলে ট্রাম নিয়ন্ত্রণ হারিয়েছে বুঝতে পেরে সেখান থেকে লাফিয়ে রাস্তায় নেমে পড়েন চালক। ফলে চালকহীন ট্রাম দুরন্ত গতিতে ছুটতে শুরু করে।

এই সময় ট্রামের গিয়ার বক্সের উপরের অংশে আগুনও ধরে গিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।