ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের নতুন জেলা আলিপুরদুয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ২০, ২০১৪
পশ্চিমবঙ্গের নতুন জেলা আলিপুরদুয়ার

কলকাতা: পশ্চিমবঙ্গের ২০তম জেলা হিসেবে স্বীকৃতি পেতে চলেছে  আলিপুরদুয়ার।

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এ ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



প্রশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



তিনি বলেন, রাজ্যের জলপাইগুড়ি জেলাকে ভেঙে এই নতুন জেলা তৈরি করা হচ্ছে। ২৫ জুন থেকে এই নতুন জেলার প্রশাসনিক কাজ শুরু হবে।

এদিকে নতুন জেলার ঘোষণাকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। বিধান সভায় বিরোধী দল নেতা সূর্য কান্ত মিশ্র জানান, সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছি। কিন্তু প্রয়োজনীয় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলে এই সিন্ধান্ত নিলে ভালো হতো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতে আসানসোল এবং ঝাড়গ্রামকেও নতুন জেলা হিসেবে ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার।
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুন ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।