ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শিক্ষা মেলা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪
কলকাতায় শিক্ষা মেলা উদ্বোধন

কলকাতা: সম্প্রতি কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় কলকাতা শিক্ষা মেলা ‘এডু ফেয়ার’র। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলাম।



প্রদীপ জ্বালিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে।


অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, এ ধরনের উদ্যোগে ছাত্র, অভিভাবক, শিক্ষক এবং শিল্প সংস্থা সবাই উপকৃত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসসহ ভারতের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদেরা।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।