ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অমরনাথ যাত্রায় চিকিৎসা সেবা দেবে সেবাশ্রম সংঘ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
অমরনাথ যাত্রায় চিকিৎসা সেবা দেবে সেবাশ্রম সংঘ

কলকাতা: অমরনাথ যাত্রা উপলক্ষে আহমেদাবাদ, দিল্লি এবং কলকাতার চিকিৎসকদের দিয়ে যাত্রা পথের বিভিন্ন জায়গায় সেবা দেবে বলে জানিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।

সেবাশ্রমের কলকাতা কার্যালয়ে সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ সাংবাদিকদের এ তথ্য জানান।



তিনি জানান, বিগত দশ বছর ধরে তারা অমরনাথ যাত্রায় এই চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

আগামী ২৮ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হবে।

স্বামী বিশ্বত্মানন্দ জানান, এ সময় ওই অঞ্চলে ১২ হাজার ৭৫৬ ফুট উঁচু অমরনাথ তীর্থে ২-৩ ডিগ্রি তাপমাত্রা থাকে। এই দুর্গম যাত্রায় যাতে কোনো তীর্থযাত্রী অসুস্থ না হেয়ে পড়েন সেজন্য সেখানে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে।

এসব ক্যাম্পে অক্সিজেন, ইসিজি, স্যালাইন, রক্তচাপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

এদিকে চিকিৎসা ছাড়াও অমরনাথ যাত্রীদের জন্য খাবার এবং থাকার ব্যবস্থাও করবে ভারতের সেবাশ্রম সংঘ।

গত বছর উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার এবং পুনর্বাসনের কাজেও অগ্রণী ভূমিকা রেখেছিল ভারত সেবাশ্রম সংঘ।

এছাড়া আইলা ঝড়ে বিধ্বস্ত সুন্দরবনেও পুনর্বাসনের কাজ করে সেবাশ্রম সংঘের।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ২৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।