ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘রাজধানী’ লাইনচ্যুত

এখনই নাশকতা বলতে নারাজ রাজনাথ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৪
এখনই নাশকতা বলতে নারাজ রাজনাথ ছবি: সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার মধ্যরাতে ভারতের বিহার প্রদেশের ছাপরা এলাকায় দিল্লি থেকে আসামগামী বিলাসবহুল রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ৫ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাথমিকভাবে এটিকে মাওবাদীদের কর্ম হিসেবে উল্লেখ করা হলেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এখনই এ ঘটনাকে নাশকতা বলতে নারাজ।



দুর্ঘটনার পরপরই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুনেন্দ্র কুমার পিটিআইকে বলেছিলেন এটি নাশকতা। কিন্তু পরে রাজনাথ সিং সাংবাদিকদের বলেন এটা নাশকতা কি না তা এখনই বলা যাবে না।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ছাপরা স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাত দুইটায় লাইনচ্যুত হয় রাজধানী এক্সপ্রেসের ১২টি বগি। প্রাদেশিক রাজধানী পাটনা থেকে স্থানটির দূরত্ব ৭৫ কিলোমিটার। ট্রেনটিতে এ সময় পাঁচশ যাত্রী ছিলো।

দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু দু'লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য কুড়ি হাজার টাকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রেলমন্ত্রী সদানন্দ গৌড়া।

জানা গেছে, ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর মাওবিরোধী অভিযানের বিরুদ্ধে ধর্মঘট ডেকেছিলো মাও বিদ্রোহীরা।

 

** ভারতে রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত ৪

 

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।