ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রমজানে ফলের দাম বেড়েছে কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
রমজানে ফলের দাম বেড়েছে কলকাতায়

কলকাতা: পবিত্র রমজানে কেলকাতায় ফলের দাম বেড়ে গেছে। সোমবার থেকে কলকাতায় শুরু হয়েছে রোজা পালন।



এ উপলক্ষে কলকাতার সবকটি মসজিদে বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে। আগামী এক মাস ধরে কলকাতার মুসলিম ধর্মাবলম্বীরা রোজা পালন করবেন।

যদিও পবিত্র রমজান ঈদ শুরু হওয়ার আগেই বাজারে ফলের দাম অগ্নিমূল্য হয়ে গেছে। কলকাতার বাজারে ল্যাংড়া, ফজলি আম বিক্রি হচ্ছে ৯০-১২০ রুপি কিলো হিসেবে।

লিচু বিক্রি হচ্ছে ৮০-১০০ রুপি কিলো হিসেবে। আপেল কোথাও বিক্রি হচ্ছে ৯০ রুপি প্রতি কিলো কোথায় আবার আপেলের দাম ১২০ রুপি ছুঁয়েছে। খেজুরের দাম প্রকার ভেদে কিলো প্রতি ১২০-১৫০ রুপি ছুঁয়েছে।

পেয়ারার দাম এদিন বাজারে প্রতি কিলো ৫০ রুপি এবং ন্যাশপাতির দাম প্রতি কিলো ৭০ থেকে ৮০ রুপি ছুঁয়েছে।

বাজার অগ্নিমূল্য হওয়ায় রীতিমতো সমস্যায় ক্রেতারা। তাই ইফতারের থালা মনের মতো করে সাজাতে পকেটে বেশ কিছুটা টান পড়বে কলকাতাবাসীর সেকথা বলাই বাহুল্য!

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।