ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রথের দিনে কলকাতায় সূচনা হলো শারদ উৎসবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
রথের দিনে কলকাতায় সূচনা হলো শারদ উৎসবের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার শারদ উৎসবের ঢাকে আনুষ্ঠানিক ভাবে কাঠি পড়ল। প্রথা মেনে কলকাতার সাবেকি পূজাগুলির কাঠামো নির্মাণ শুরু হলো রথের দিন থেকে।

এই উপলক্ষে কলকাতার বিভিন্ন বাড়ির পূজা এবং কিছু সার্বজনীন পূজার কাঠামো পূজা করা হয়।

কলকাতার অন্যতম ঐতিহ্যপূর্ণ পূজা শোভাবাজার রাজ বাড়ির পূজার রথের দিনেই কাঠামো পূজা করা হয়। ১৭৭৩ সালে রাজা নবকৃ্ষ্ণ দেব এই রাজবাড়ির প্রবর্তন করেন। এই সময় থেকেই এই রাজ বাড়িতে শারদ উৎসব পালন করা হচ্ছে।

হিন্দু প্রথা মতে দেবী দুর্গার প্রতিমা নির্মাণ রথের দিন থেকেই শুরু হয়। এই উপলক্ষে কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যপূর্ণ সার্বজনীন পূজার কাঠামো নির্মাণের সূচনা করা হোল।

এই উপলক্ষে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ত্রিধারা সম্মেলনীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, অভিনেত্রী লকেট চ্যাটার্জি, রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সোহম সহ টলিউডের এক ঝাঁক তারকা।

এই উপলক্ষে পঞ্চায়েত মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের প্রধান উৎসবের সূচনার সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি ভীষণভাবেই আনন্দিত।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ৩০ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।