ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আর্জেন্টিনার সমর্থনে টলি পাড়ার শিল্পীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
আর্জেন্টিনার সমর্থনে টলি পাড়ার শিল্পীরা

কলকাতা: আর্জেন্টিনা মাঠে নামার আগেই আর্জেন্টিনাকে নিয়ে উৎসবে খামতি নেই কলকাতাবাসীর। এই রকমই উৎসবে মেতে উঠলেন কলকাতার টলি পাড়ার শিল্পীরা।



দক্ষিণ কলকাতার একটি ফুটবল ক্লাবের খুঁটি পূজার অনুষ্ঠানে আর্জেন্টিনার সমর্থনে রীতিমত বাঁধ ভাঙা উৎসবে সামিল হলেন ‘মা’ সিরিয়াল খ্যাত ঝিলিক(বড়ো), বাহা ও কাজু সহ আরও অনেকে।

হাজির ছিলেন বিখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ এবং অভিনেত্রী জয়া ঘোষ। অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে হাজির হন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র। তিনি সাংবাদিকদের জানান রাত জেগে খেলা দেখছেন। আর ব্রাজিল আর্জেন্টিনার কোন খেলা বাদ দিচ্ছেন না।

নীল শাড়ি পরেই এসেছিলেন জল নূপুর সিরিয়ালের কাজু। জানালেন রোজ খেলা দেখার সুযোগ পান না। তবে যতটা সুযোগ পান সেটাকে কোনভাবেই বাদ দিতে চান না।

ইষ্টি কুটুম সিরিয়ালের বাহা জানালেন, শুটিং এর চাপ আছে, তবে ছুটি থাকলে তিনিও খেলা দেখতে বসে যান বাড়ির সকলের সঙ্গে।

অনুষ্ঠানে এক প্রস্থ ফুটবল পিটিয়ে নিলেন মন্ত্রীমশাই স্বয়ং। লোভ সামলে না পেরে পা লাগান বিক্রম ঘোষও।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ৩০ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।