ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুম্বাইয়ে আইনজীবী খুনে নিরাপত্তাকর্মী দোষী

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, জুন ৩০, ২০১৪
মুম্বাইয়ে আইনজীবী খুনে নিরাপত্তাকর্মী দোষী

ঢাকা: মুম্বাই নিবাসী আইনজীবী পল্লবী পুরকায়স্থ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হল তাঁর ফ্ল্যাটের নিরাপত্তাকর্মী। খুনের ২ বছর পর পল্লবী হত্যা মামলার রায়ে সোমবার বিশেষ বিচারক আবাসনের নিরাপত্তারক্ষী সাজ্জাদ আহমেদ মুঘলকে দোষী বলে ঘোষণা করেন।



এ রায় শোনার পর পল্লবীর বাবা অভিযুক্তের ফাঁসি দাবি করেছেন। অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে খুন ছাড়াও নিগ্রহ ও  ঘরে অনধিকার প্রবেশের অভিযোগ দায়ের করেছে পুলিশ।

২০১২ সালের ৯ আগস্ট মুম্বাইয়ের ওয়াদালায় এক আবাসনে পল্লবীর ফ্ল্যাটে ডুপ্লিকেট চাবি ব্যবহার করে রুমে ঢুকে প্রথমে পল্লবীর শ্লীলতাহানির চেষ্টা করে সাজ্জাদ। বাধা দেওয়ায় পল্লবীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সে।

পেশায় আইনজীবী পল্লবী একটি বেসরকারী সংস্থায় আইনি পরামর্শদাতার চাকরি করতেন। পল্লবীর বাবা দিল্লিতে উচ্চপদস্থ আমলা। তবে সাজ্জাদের আইনজীবীর দাবি ছিল সাজ্জাদ নয় পল্লবী পুরকায়স্থ‘র বন্ধু অভীক সেনগুপ্ত তাঁকে খুন করেছে।

যদিও সেই অভিযোগ কার্যত নস্যাত করে দিয়েছে আদালত। আর ঘটনার এমনই পরিহাস যে পল্লবীর মৃত্যুর এক বছর পরই মানসিক অবসাদে ভুগে মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে মারা যান অভিক।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।