ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাপস পালের বিরুদ্ধে সরব বুদ্ধিজীবীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
তাপস পালের বিরুদ্ধে সরব বুদ্ধিজীবীরা

কলকাতাঃ তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য অভিনেতা তাপস পালের বক্তব্যে বিরোধী দলকে খুনের এবং ধর্ষণের হুমকি দেবার প্রবল সমালোচনা ও ধিক্কার জানালেন পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ। তাকে গ্রেপ্তারেরও দাবী করেছে মহিলা কমিশন।



অভিনেতা তাপস পাল নদীয়ার এক জনসভায় প্রকাশ্যে বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সমর্থকের উপর হামলা হলে তিনি সিপিএম-এর বাড়ির নারীদের ছেলে পাঠিয়ে ধর্ষণ করাবেন। তিনি খুনেরও হুমকি দেন।

এই ঘটনার ভিডিও টেপ সামনে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় বুদ্ধিজীবী মহল। অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন জানিয়েছেন, তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, একজন শিল্পীর এ ধরনের কুরুচির মন্তব্য কলাপনাও করা যায়না।

অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত তাপস পালের এই উদ্ধত আচরণের তীব্র ধিক্কার জানিয়েছেন। তিনি বলেছেন রাজনীতির অঙ্গন ক্রমশ কলুষিত হচ্ছে। আরেক  অভিনেতা কৌশিক সেন বলেন এই মন্তব্যের মাধ্যমে তাপস পাল নিজের দলকেই অপমান করলেন।

সাহিত্যিক বানী বসু বলেন, বর্তমানে লোকসভায় গুণ্ডারাও নির্বাচিত হচ্ছেন এটা দেশের পক্ষে লজ্জার। সাহিত্যিক তিলোত্তমা মজুমদার  তাপস পালের এই মন্তব্যে ধিক্কার জানিয়ে বলেছেন এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ।

অধ্যাপিকা, সমাজসেবী মিরাতুন নাহার জানিয়েছেন রাজ্য থেকে নির্বাচিত সংসদ সদস্যদের এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। কলকাতার সাবেক মেয়র  আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেস দলের নেতারা মাঝে-মাঝেই এই ধরনের হুমকি দেন। এই প্রসঙ্গে তিনি অনুব্রত মণ্ডল এবং মনিরুল ইসলামের প্রসঙ্গ টেনে আনেন।

এরআগে পুলিশকে বোমা মারতে প্রকাশ্যে দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্তল। মনিরুল ইসলামও প্রকাশ্যে বিরোধীদের  হুমকি দিয়েছেন।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, শুধুমাত্র তাপস পাল নয় গোটা তৃণমূল কংগ্রেস দলের নীতি-আদর্শের সমালোচনা দরকার। তিনি আরও বলেন আগের ঘটনাগুলির মতই পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনারও কোন ব্যবস্থা নেবেন না।

বিজেপি নেতা শাহনাবাজ হোসেন বলেন, তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে। তাকে স্পষ্ট করে বলতে হবে তিনি এই বক্তব্য সমর্থন করেন কিনা। তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি ভারতের লোকসভার অধ্যক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেবার আবেদন জানান।

তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, তাপস পাল যদি এই কথা বলে থাকেন তবে দল ব্যবস্থা নেবে। দল তার এই কথাকে কোন ভাবেই সমর্থন করেনা।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাপস পাল জানিয়েছেন উত্তেজনার বশে তিনি এই কথা বলে ফেলতে পারেন। কিন্তু তিনি কোন বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন। মনে করা হচ্ছে আগামী দিনেও এই বিষয় নিয়ে তোলপাড় হবে পশ্চিমবঙ্গসহ ভারতের রাজনীতি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।