ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কল্যাণ সিং!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কল্যাণ সিং!

কলকাতা: উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন বলে জানিয়েছে কলকাতার একটি সংবাদ মাধ্যম।

ইতোমধ্যে বর্তমান রাজ্যপাল এম কে নারায়ণ তার ইস্তফাপত্র পেশ করেছেন।

আগামী ৪ জুলাই তিনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন।

সরকারিভাবে এখনো ঘোষণা করা না হলেও আগামী রাজ্যপাল হিসেবে বিভিন্ন সূত্র থেকে কল্যাণ সিং এর নাম শোনা যাচ্ছে।

আগামীকাল বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে রাজ্যের মন্ত্রীসভার রদবদল অনুষ্ঠানে শেষবারের মতো হাজির থাকবেন এম কে নারায়ণ।

অপরদিকে ব্যক্তিগত স্তরে বিদায়-শুভেচ্ছা জানানো হলেও সরকারিভাবে কোনো অনুষ্ঠান করছে না রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি বিদায় অনুষ্ঠানের চেয়ে আগমনে বেশি বিশ্বাসী।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এম কে নারায়ণের বিদায় তার কাছে অভিভাবকের বিদায়ের মতোই।

অপরদিকে কল্যাণ সিং এর নাম সামনে আসার পর থেকেই বাবরি মসজিদ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগের কথা উঠতে শুরু করেছে। বাবরি মসজিদ ধ্বংসের সময় কল্যাণ সিং এর অবস্থান নিয়ে ভারতের রাজনীতিতে  যথেষ্ট বিতর্ক আছে।

অতি দ্রুত সরকারিভাবে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।