ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভ‍ারতে চালু হচ্ছে বুলেট ট্রেন

আউটপুট এডিটর কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
ভ‍ারতে চালু হচ্ছে বুলেট ট্রেন ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গসহ সারা ভারত জুড়ে যাত্রী বিভোক্ষ-এর মধ্যেই মঙ্গলবার নয়াদিল্লিতে লোকসভায় ২০১৪-২০১৫ ‌আর্থিক বছরের রেল বাজেট ঘোষণা করলেন মন্ত্রী সদানন্দা গৌড়া৷  ভাড়া বৃদ্ধির পাশাপাশি নয়া রেল বাজেটে এনডিএ সরকার জোর দিলেন যাত্রী সুরক্ষা, পণ্য পরিবহন বাড়ানো, রেলের নির্মাণ ও রেলকে লাভজনক সংস্থা করে তোলার উপরে৷ রেলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার।

এবার রেলমন্ত্রীর বাজেটে রয়েছে নতুন লাইন নির্মাণ, সিঙ্গল লাইন ডবল লাইন করার কাজ ছাড়াও দ্রুতগতি সম্পন্ন্ একাধিক ট্রেল চালানোর প্রস্তাব৷ একইসঙ্গে লোকসানে চলা রেলের পুনরুজ্জীবনের পরিকল্পনা৷

অবশ্য নতুন রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য মিলেছে শুধু একটি ট্রেন।

শালিমার-চেন্নাই প্রিমিয়াম এক্সপ্রেস। রেল বাজেটে যাত্রী ও পণ্যভাড়া বাড়ছে এ খবরে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গসহ ভারত জুড়ে যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন গত কয়েকদিন ধরে।

রেলের লোকসান কমাতে শুধু যাত্রী ভাড়া বাড়ানো নয়, পণ্য মাশুলও ইতিমধ্যেই বাড়ানো হয়েছে৷ রেলের গঠণমূলক কাজ করার জন্য যে অর্থের প্রয়োজন, তা সংগ্রহের জন্য বেসরকারি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন সদানন্দা গৌড়া৷ তিনি চান পিপিপি মডেলে রেলের বিভিন্ন্ উন্নয়নমূলক কাজ করতে৷ সেই কারণে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে রেলে বিনিয়োগে আহবান জানান তিনি৷

এছাড়া যাত্রীদের  সুরক্ষায় অতিরিক্ত প্রায় ১৭ হাজার নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে৷ আরপিএফ কর্মীদের দেওয়া হবে মোবাইল৷ ট্রেনের দায়িত্বে থাকা আরপিএফদের নম্বর দেওয়া হবে সেই ট্রেনের যাত্রীদের৷ যাতে যে কোনও প্রয়োজনে তাঁরা সরাসরি ফোন করতে পারেন৷

গোটা দেশ জুড়ে এক আন্তর্জাতিক মানের রেল করিডর গড়ার প্রস্তাবও রয়েছে রেলমন্ত্রীর৷ পিপিপি মডেলে তৈরি হবে আন্তর্জাতিক মানের ১০টি রেল স্টেশন৷ সেই সঙ্গে গতি আনতে বুলেট ট্রেন চালু করার পরিকল্পনা তাঁর৷

খুব শিগগির মুম্বাই-আমেদাবাদে চলবে বুলেট ট্রেন৷ দিল্লি, চণ্ডীগড়, হায়দরাবাদসহ ন'টি রুটে প্রতি ঘন্টায় ১৬০-২০০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর ঘোষণা করেন তিনি৷

সদানন্দা গৌড়া বলেন, দ্রুতগতি বা হাইস্পিড ট্রেনের সাহায্যে তৈরি হবে হীরক চতুর্ভূজ প্রকল্প৷ এক একটি বুলেট ট্রেনে খরচ পড়বে ৬০ হাজার কোটি টাকা৷

পোস্ট অফিসেও পাওয়া যাবে ট্রেনের টিকিট। ইন্টারনেট-এ মিলবে প্লাটফর্ম টিকিট।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।