ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘বিনোদিনী রচনা সমগ্র’ প্রকাশ পেল কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
‘বিনোদিনী রচনা সমগ্র’ প্রকাশ পেল কলকাতায়

কলকাতা: বাংলা নাট্য জগতের অন্যতম ঐতিহাসিক চরিত্র নটী বিনোদিনীর নিজের হাতে আঁকা বিভিন্ন ছবি, তার লেখা বিভিন্ন সময়ের নানা বিভিন্ন রচনা, তার মঞ্চ জীবন, তাকে নিয়ে বিভিন্ন রচনা সম্বলিত ‘বিনোদিনী রচনা সমগ্র’ নামে একটি বই প্রকাশিত হয়েছে কলকাতায়।

পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রকাশনী সংস্থা ‘পত্র ভারতী’ বিশিষ্ট নাট্য গবেষক দেবজিত বন্দ্যোপাধ্যায়ের লেখা এ বইটি প্রকাশ করেছে বুধবার।



কলকাতার সাউথ সিটি মলের ‘স্টার মার্ক’ পুস্তক বিপণিতে এ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘স্টার মার্ক’ ও ‘পত্র ভারতী’-এর যৌথ উদ্যোগে এ বই প্রকাশনা অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, ‘পত্র ভারতী’ প্রকাশনার কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায়, লেখক দেবজিত বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

লেখক দেবজিত বন্দ্যোপাধ্যায় জানান, গিরিশ ঘোষের একনিষ্ঠ ছাত্রী বিনোদিনী দাসী বা নটী বিনোদিনী মাত্র ২৪ বছর বয়সেই মঞ্চ জীবনের ইতি টানেন। এর পর তিনি তার স্বামীর সঙ্গে সংসার শুরু করেন। কিন্তু তার সে সুখ ছিল ক্ষণস্থায়ী। স্বামী এবং কন্যার মৃত্যু তাকে যন্ত্রণার এক অসীম সাগরে নিমজ্জিত করে।

সেই সময় থেকেই তিনি আশ্রয় নেন কালি –কলমের নতুন সৃষ্টির ভুবনে।

লেখক দেবজিত বন্দ্যোপাধ্যায় জানান, নটী বিনোদিনীর সেই সৃষ্টিকেই পাঠকদের কাছে তুলে দিতে তিনি চেষ্টা করেছেন এ বইতে। তিনি আশা প্রকাশ করেন, এ বই বাঙলা নাট্য জগতের অন্যতম ঐতিহাসিক চরিত্র নটী বিনোদিনীর সম্পর্কে বাঙালি পাঠককে আরও উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।