ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলার এ বছরের থিম ‘ইংল্যান্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
কলকাতা বইমেলার এ বছরের থিম ‘ইংল্যান্ড’

কলকাতা: কলকাতা বই মেলার এ বছরের থিম রাখা হয়েছে ‘ইংল্যান্ড’। মেলা শুরু হবে আগামী বছরের ২৭ জানুয়ারি।

২৮ জানুয়ারি থেকে মেলা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য।

‘কলকাতা ল্যাঙ্গুয়েজ ও লিটারারি ফেস্টিভ্যাল’ চলবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিগত বইমেলা থেকে এই সাহিত্য উৎসবের আয়োজন করা হচ্ছে। দেশ-বিদেশের বহু সাহিত্যিক এ উপলক্ষে কলকাতায় আসেন প্রতিবছর।

ব্রিটেনের নামজাদা সাহিত্যিকরা এবছর উপস্থিত থাকবেন। ৩৯তম বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা বই মেলার পরিচালক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড–এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।