ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গান পয়েন্টে কিশোরী ধর্ষিতা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
গান পয়েন্টে কিশোরী ধর্ষিতা ছবি: প্রতীকী

ঢাকা: সিনেমাকেও হার মানায়- এমনই ন্যাক্কারজনক কাণ্ড ঘটল ভারতের মুজাফফরনগরের ভেনসাহেরি গ্রামে৷ এক পাষণ্ড  বন্দুক তাক করে রইল৷ অন্যজন মায়ের সামনেই ধর্ষণ করল মেয়েকে৷

একেবারে ‘গান পয়েণ্ট'-এ রেখে এই ধর্ষণের ঘটনায় তাজ্জব সবাই। মায়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে চাপরা থানার পুলিশ৷ রফিক ও কালাম নাম দুই অভিযুক্তের খোঁজ চলছে৷

চাপরা থানার পুলিশ জানিয়েছে, বুধবার ঘটে এ ঘটনাটি৷ মহিলার অভিযোগ, বুধবার রাতে বন্দুক দেখিয়ে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে ওই দুই যুবক৷ বাড়িতে মা ও কিশোরী ছাড়া কেউ ছিলেন না৷

খুন করার ভয় দেখিয়ে রিভলভার তাক করে চলে মেয়ের উপর যৌন নির্যাতন৷ রফিক নামের ছেলেটি বন্দুক তাক করে থাকে।

নির্যাতন চালায় কালাম ৷

অন্যদিকে, পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের বোকারোতে গ্রামের সকলের সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে দশ বছরের বালিকাকে ধর্ষণ করল গ্রামের এক স্বঘোষিত মোড়ল৷ প্রতিশোধ নিতেই সে এই কাজ করেছে বলে জানায়৷ আক্রান্ত নাবালিকার দাদা অভিযুক্তের বোনের শ্লীলতাহানি করেছিল বলে অভিযোগ৷

এদিকে, এই ঘটনায় ওই গ্রাম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ৷ গ্রামবাসীদের চোখের সামনে ওই বালিকাকে টেনে নিয়ে যাওয়া হলেও অজ্ঞাতকারণে মুখে কুলুপ এঁটেছে সকলেই৷

পুলিশ জানিয়েছে, ওই মোড়লকে গ্রেফতার করা হয়েছে৷ আবার তার পরিবারের পক্ষ থেকেও পাল্টা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে৷ তার পরিপ্রেক্ষিতে আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।