ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হল পর্যটন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
কলকাতায় শুরু হল পর্যটন উৎসব সংগৃহীত

কলকাতা: কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হোল পর্যটন উৎসব-২০১৪। উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পর্যটন উৎসবে ৬০টি স্টলে পশ্চিমবঙ্গসহ ভারত ও বিশ্বের বিভিন্ন জায়গার পর্যটনের নানা দিক তুলে ধরা হয়েছে।

ব্রাত্য বসু এই উৎসবের সাফল্য কামনা করে বলেন আগামী দিনে পশ্চিমবঙ্গকে বিশ্বের পর্যটন মানচিত্রে এক গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর।


পরিবহনমন্ত্রী মদন মিত্র বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের পর্যটন নিয়ে যথেষ্ট উৎসাহী। পশ্চিমবঙ্গে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মদন মিত্র জানান। তিনি জানান পর্যটনের উন্নতির জন্য পরিবহন দপ্তর বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি সুন্দরবনকে গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে রাজ্য সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

পরিবহনমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে স্থলপথ এবং আকাশ পথের সঙ্গে জলপথকে পর্যটনের উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। মেলার প্রতিটি স্টলে উৎসাহী মানুষের ভিড় লেগেছে। অনেকেই আগামী ঈদ এবং শারদ উৎসবের ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে মেলায় এসেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।