ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কাশ্মীরে কংগ্রেস-এনসি জোটও ভেঙে গেল

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
কাশ্মীরে কংগ্রেস-এনসি জোটও ভেঙে গেল

ঢাকা: ক্ষমতা থেকে সরে যাবার পর ক্রমেই একা হয়ে পড়ছে ভারতের সদ্য বিদায়ী শাসকদল কংগ্রেস। এবার জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স-এনসি’র সঙ্গে জোট ভেঙে গেল কংগ্রেসের।



রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই লড়বে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ এবং অম্বিকা সোনি।   গতবারের ভোটে ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেধেছিল কংগ্রেস।

গত এপ্রিল-মে’র লোকসভা ভোটেও জোট বেধে লড়েছিল কংগ্রেস। জম্মু- কাশ্মীরে দলের ফল খারাপ হওয়ায় কংগ্রেসের অন্দরেই এনসি‘র সঙ্গে জোট রাখা নিয়ে আলোচনা শুরু হয়। একাংশ থেকে জোট ভেঙে বেড়িয়ে যাওয়ার দাবি ওঠে। সেই দাবি মেনেই শনিবার একলা চলার সিদ্ধান্ত ঘোষণা করল কংগ্রেস।

অপরদিকে, দিল্লিতে কোন দলের সমর্থন নিয়ে রাজ্য সরকার গঠনে ইচ্ছুক নয় বিজেপি। বরং তারা বর্তমান ইমেজ পুঁজি করে নিজেদের শক্তি পরীক্ষা দেখাতে ভোটে যেতে চায় শাসকদল বিজেপি। দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য তৈরিও বিজেপি।

রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে বেড়িয়ে এই মন্তব্য করলেন দিল্লি বিজেপি সভাপতি সতীশ উপাধ্যায়। আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর দিল্লি চলছে রাষ্ট্রপতি শাসনের অধীনে।

তবে সরকার গড়া নিয়ে সতীশ উপাধ্যায় সরাসরি কিছু বলতে চাননি। রাজনাথ সিংয়ের বাড়িতে যান দিল্লি বিজেপি সভাপতি। দিল্লির নির্বাচনের নিয়ে কথা হয়েছে দু’জনের মধ্যে। দিল্লির সত্তরটি আসনের জন্য লড়াইতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন দিল্লি বিজেপি সভাপতি।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।