ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরী নাথ ত্রিপাঠী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কেশরী নাথ ত্রিপাঠী

কলকাতা: বৃহস্পতিবার শপথ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। তাকে শপথ বাক্য পাঠ করান কলকাতা উচ্চ-আদালতের মহামান্য প্রধান বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়।



বুধবার রাজ্যে পৌঁছালে তাকে স্টেশনে স্বাগত জানান রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্র।

গত ১৪ জুলাই ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শ্রী কেশরী নাথ ত্রিপাঠীর নাম পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ঘোষণা করেন।

বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র প্রমুখ। উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ। যদিও বাম এবং কংগ্রেস বিধায়করা এই অনুষ্ঠানে যোগ দেননি।

কেশরী নাথ ত্রিপাঠী সাবেক রাজ্যপাল এম কে নারায়ণের স্থলাভিষিক্ত হলেন।

কেশরী নাথ ত্রিপাঠী এর আগে তিন বার উত্তর প্রদেশ বিধানসভার স্পিকার হিসেবে কাজ করেছেন। তিনি ভারতীয় জনতা পার্টি থেকে উত্তর প্রদেশের ছয় বারের নির্বাচিত বিধায়ক।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।