ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা ব্যানার্জির ঈদ শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
মমতা ব্যানার্জির ঈদ শুভেচ্ছা

কলকাতা: পবিত্র ঈদ‍ুল ফিতর উপলক্ষে রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক ইফতার পার্টির  আয়োজন করা হয়েছিল।



এতে রাজ্যসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন মন্ত্রকের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।  

ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ পবিত্র উৎসব, আনন্দের উৎসব। এই ঈদ সবার জীবনে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।  

তিনি বলেন, সরকার সংখ্যালঘু জনগণের উন্নতির লক্ষ্যে আগামী দিনেও সমান কাজ করে যাবে।

অন্যান্য মন্ত্রীরাও ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।