ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রেড রোডের ঈদ জামাতে মিলন উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪
কলকাতার রেড রোডের ঈদ জামাতে মিলন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ঈদের সকালে কলকাতার ব্যস্ততম রাস্তা রেড রোডের সর্ববৃহৎ জামাত পরিণত হলো লাখো মানুষের মিলন উৎসবে।

সকাল ৯টা ৪৩ মিনিট থেকে এখানে ঈদের নামাজ আদায় শুরু হয়।

জামাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নামাজ আদায়ের পর মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই আনন্দের দিনে আল্লাহ আমাদের সকলকে মহামিলনের সুযোগ করে দিয়েছেন।

উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা আনন্দে, শান্তিপূর্ণভাবে ঈদ পালন করুন। আল্লাহতালা আপনাদের কাজের শক্তি বৃদ্ধি করুন, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

এ সময় মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি আর সৌভ্রাতৃত্বের নজির ভারত। আমি বিশ্বাস করি, ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা’।

নামাজিরা জানান, কয়েক প্রজন্ম ধরে রেড রোডে প্রতিবছর ঈদের নামাজ আদায় করছেন তারা।

ঈদের জামাত উপলক্ষে গোটা রেড রোড জুড়ে ছিল ব্যাপক নিরাপত্তা। নগরপালসহ কয়েক হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

কলকাতার রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদসহ মহানগরীর প্রতিটি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ২৯ জুলাই , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।