ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে বাংলা এ্যাকাডেমির প্রস্তাব সৌগত রায়ের

প্রসেনজিৎ দাশ গুপ্ত, নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
দিল্লিতে বাংলা এ্যাকাডেমির প্রস্তাব সৌগত রায়ের সংগৃহীত

নয়াদিল্লি: সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৩২ লাখ বাঙ্গালির বাস দিল্লিতে। আজ থেকে নয়, বহু বছর ধরেই।

যা পশ্চিমবঙ্গের পরই বৃহত্তম। উত্তর-দক্ষিণ আর এনসিআর সব মিলিয়ে প্রায় ৪শ’টি দুর্গাপূজা হয় রাজধানীতে। আছে এক ডজনেরও বেশি প্রাথমিক-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল। আছে বাংলা অডিটোরিয়াম, স্টেডিয়াম, রঙ্গমঞ্চ।

রাজধানী দিল্লির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এখানকার বাঙ্গালি ও প্রবাসী বঙ্গজীবন। এত বড় গৌরবময় ঐতিহ্য অথচ এখানে নেই বাংলা ভাষার মর্যাদা।

দিল্লিতে হিন্দির পরেই সবচেয়ে বেশি লোক বাংলায় কথা বলে থাকে। অথচ সেই ভাষাকেই আজও প্রকৃত স্বীকৃতি দেয়নি কেন্দ্র। নেই বাংলা সাহিত্য বা ভাষা চর্চার কোন যথাযথ অনুশীলন কেন্দ্র।

বুধবার সংসদে দিল্লি নিবাসী বাঙ্গালিদের স্বার্থে তাই আকাদেমির দাবি জানালেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ও সাংসদ সৌগত রায়।
 
টানা দু’দিনের ছুটি কাটিয়ে বুধবার সংসদের লোকসভা অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দিল্লির বাজেট উত্থাপনের সময় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, দিল্লির প্রাচীন ইতিহাসের সাথে যে বঙ্গসমাজ অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে, তাদের চিরকাল উপেক্ষিত হতে হবে কেন।

সৌগতবাবু জানান দিল্লিতে যত বাঙ্গালি থাকেন, আর কোন ভাষাভাষী সম্প্রদায়ের এত লোক দিল্লিতে থাকেন না।

দিল্লিতে বাঙ্গালিদের সংখ্যাগরিষ্ঠতার কথা তুলে সৌগতবাবু জানান, এই বিপুল কলেবরের বঙ্গসমাজের জন্য রাজধানীতে একটি বাংলা এ্যাকাডেমি আবশ্যক্, যা দিল্লির বঙ্গসমাজকে আরও সমৃদ্ধ করবে।   এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।