ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জননী সুরক্ষা প্রকল্প নিয়ে সরব সঙ্গমিত্রা

দিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪
জননী সুরক্ষা প্রকল্প নিয়ে সরব সঙ্গমিত্রা

দিল্লি: লোকসভা অধিবেশনে প্রসূতি নারীদের বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ‘জননী সুরক্ষা যোজনা’ প্রকল্প নিয়ে বিশেষ আবেদন জানিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণম‍ূল কংগ্রেসের সাংসদ ড. মমতাজ সঙ্গমিত্রা।  
 
দিল্লিতে অধিবেশন চলাকালে শুক্রবার তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক গঠিত এ প্রকল্পের বিষয়ে বিশেষ আবেদন জানান তিনি।



এসময় লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনও  উপস্থিত ছিলেন।

মমতাজ সঙ্গমিত্রা বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষে জননী সুরক্ষা যোজনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে প্রসূতি নারীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, চিকিত্‍সা ও মাতৃত্ববিষয়ক জরুরি ওষুধ ও পরামর্শ দেওয়া হয়। যা একটি অত্যন্ত যুক্তিবাদী পদক্ষেপ।

তিনি জানান, মূলত এ প্রকল্পটি রাজ্যের সরকারি হাসপাতাল থেকে চালানো হয়ে থাকে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর ছাড়াও নানা অঞ্চলে সরকারি পদক্ষেপের পাশাপাশি বহু বেসরকারি প্রতিষ্ঠানও প্রকল্পটি চালিয়ে থাকে। তবে তা অবশ্যই মোটা অংকের টাকার বিনিময়ে।

মমতাজ অভিযোগ করেন, রাজ্যে সরকারি হাসপাতালে স্বাস্থ্যবিষয়ক রুগন পরিকাঠামো ক্রমশ তলানিতে ঠেকায় প্রসূতিদের ঝোঁক বেসরকারি হাসপাতালের দিকে। এর সঙ্গে তাদের বাণিজ্যও বাড়ছে।

মমতাজ সঙ্গমিত্রা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, বেসরকারি হাসপাতালগুলোকে জননী সুরক্ষা যোজনার কথা মাথায় রেখে সন্তনসম্ভবা মায়েদের খরচাপাতি মওকুফের আবেদন জানাচ্ছি।

তিনি বলেন, সরকার এনআরএইচএম ও আইসিএইচ-এর মাধ্যমে যেন এ প্রকল্পের টাকা সর্বত্র পাঠায়।   
 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন এ বিষয়ে বলেন, সুস্থ ও স্বাভাবিক মাতৃত্বের জন্য প্রয়োজনীয় যা কিছু করার, কেন্দ্রীয় সরকার তা করবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।