ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনসেফেলাইটিস পরিস্থিতি

পশ্চিমবঙ্গে যেতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
পশ্চিমবঙ্গে যেতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত

কলকাতা: জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে রাজনৈতিক চাপান উতরের মধ্যেই পশ্চিমবঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন।

বিজেপি সূত্রে এমন খবর পাওয়া গেছে।

ইতোমধ্যেই রাজ্যে ঘুরে গেছে কেন্দ্রীয় প্রতিনিধিরা।

এর আগে জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন কেন্দ্রীয় সরকার তথ্য না দেওয়ার ফলেই জাপানিজ এনসেফেলাইটিস–এর সংক্রমণ পশ্চিমবঙ্গে এতটা বৃদ্ধি পেয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের উপর জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে চাপ বাড়াতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই সফর বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

অন্যদিকে জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে প্রশাসনিক কাজকর্মের নানা উদাসীনতার কথা প্রকাশ্যে আসছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেও শুয়োর ধরার কাজে খুব সফলভাবে করতে পারছে না কলকাতা সহ বিভিন্ন এলাকার পুর প্রশাসন। তার প্রধান কারণ জায়গার অভাব।

বন্দি শুয়োরগুলোকে রাখার ব্যবস্থা নিয়ে যথেষ্ট সমস্যায় পরতে হচ্ছে। সূত্রের খবর কলকাতা শহরের ১০ হাজার শুয়োরের মধ্যে মাত্র ১৫০-২০০টি শুয়োরকে ধরা গেছে। শুয়োর রাখার জন্য হন্যে জমি খুঁজতে শুরু করেছেন পুর কর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।