ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ পেলেন শিল্পী যোগেন চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
ভারতে ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ পেলেন শিল্পী যোগেন চৌধুরী যোগেন চৌধুরী

কলকাতা: শিল্পী এবং লেখকরা যদি প্রকৃতির কাছাকাছি থাকলে তাদের চিন্তার সমৃদ্ধি ঘটে। আর এর প্রভাব পড়ে তাদের সৃষ্টিশীলতায়।

এই চিন্তা সামনে রেখেই নতুন একটি পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।

এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ইন রেসিডেন্স’। এ পরিকল্পনার আওতায় একজন প্রতিভাবান লেখক বা শিল্পীকে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ করে দেবে সরকার।

সঙ্গে থাকবে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধাও। এছাড়া ভারতের ইতিহাস ও ঐতিহ্যকে আরও কাছ থেকে দেখারও সুযোগ দেওয়া হবে।

আর ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের প্রাকৃতিক সৌন্দর্য যে অতুলনীয় সে কথা পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষই জানেন। আর সেই  সৌন্দর্যের মধ্যে শিল্পী হিসেবে প্রথম সম্মান লাভ করছেন প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী।

তিনিই হতে চলেছেন রাষ্ট্রপতি ভবনের প্রথম ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’। একদিকে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হয়ে পশ্চিমবঙ্গবাসীর গৌরব বাড়িয়েছেন প্রণব মুখোপাধ্যায়।

এরপর রাষ্ট্রপতি ভবনের প্রথম ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ হয়ে রাজ্যের গর্বকে আরও বাড়িয়ে তুললেন শিল্পী যোগেন চৌধুরী।

দুই সপ্তাহ রাষ্ট্রপতি ভবনে তিনি অবস্থান করবেন। সেখানেই চলবে তার সৃষ্টিশীল কার্যক্রম। আগামীদিনে আরও লেখক এবং শিল্পীদের রাষ্ট্রপতি ভবনের আতিথ্য গ্রহণের জন্য আমন্ত্রণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ০৬ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।