ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাপমাত্রা বাড়তে পারে বাংলাদেশেও!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪
তাপমাত্রা বাড়তে পারে বাংলাদেশেও! ছবি : ফাইল ফটো

কলকাতা: পশ্চিমবঙ্গের পর এবার বাংলাদেশে তাপমাত্রা বাড়তে চলেছে। এতোদিনে পশ্চিম বাংলার তাপমাত্রা দিল্লি-রাজস্থানকে ছাড়িয়ে গেছে।


ভারতের আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশেও তাপমাত্রা বাড়তে পারে।

সম্প্রতি ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত সমুদ্র বিজ্ঞানী অভিজিৎ মিত্রের গবেষণায় দেখা যায়,  সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের কার্বন ডাই অক্সাইডের গ্রহণ ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে।

এই গবেষণায় দেখা যায়, ‍এতে উষ্ণতা এবং ধীরে ধীরে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

তিন বছর ধরে এই গবেষণা চালিয়ে তা ভারত সরকারের কাছে কাছে তুলে ধরেছেন বিজ্ঞানীরা।

সুন্দরবনকে তিনটি ভাগে ভাগ করে এই গবেষণা পরিচালিত হয়। এরমধ্যে সুন্দরবনের ঠিক মাঝামাঝি যে গাছ-পালা আছে সেগুলোর কার্বন ডাই অক্সাইড গ্রহণের  ক্ষমতা সব থেকে কম বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষণা দলের প্রধান বিজ্ঞানী অভিজিৎ মিত্র আশঙ্কা প্রকাশ করে বলেন, মাতলা নদীর পাড় বরাবর সুন্দরবনের গাছপালা সব থেকে কম কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে।

তিনি বলেন, এই অঞ্চলের অতিরিক্ত গরমের অন্যতম কারণ হচ্ছে এটাই। সুন্দরবন যেহেতু বাংলাদেশেও পড়েছে তাই সেখানে এর প্রভাব পড়তে পারে।

কিন্তু কেন হচ্ছে এই সমস্যা! বিজ্ঞানী মিত্র জানিয়েছেন, এর প্রধান কারণ নদীর জলে লবণের মাত্রা বৃদ্ধি। ফলে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য তার কার্বন ডাই অক্সাইডের গ্রহণ ক্ষমতা হারাচ্ছে।

সমাধান প্রসেঙ্গে বিজ্ঞানী অভিজিৎ মিত্র বলেন, নদীর জলের লবণাক্ততা কমানোর বাধ্য বাধকতার ওপর জোর দিয়েছেন।
এজন্য পরামর্শ দিয়ে তিনি বলেন, এ জন্য দরকার মতো খাল কাটা, নদীর নাব্যতা বৃদ্ধি এবং নদীর তীর জুড়ে পরিকল্পিত উপায়ে গাছ লাগানো প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৭ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।