ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিক্ষার সুযোগ পেলো নিষিদ্ধ পল্লীর শিশুর‍া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
শিক্ষার সুযোগ পেলো নিষিদ্ধ পল্লীর শিশুর‍া

কলকাতা:  কলকাতার নিষিদ্ধ পল্লীর শিশুদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করলো একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনে আপ-ওম্যান ওয়াল্ড ওয়াইড।

কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছি, কালীঘাট, খিদিরপুর অঞ্চলে নারী পাচারের বিরুদ্ধে কাজ করে এই সংগঠন।

কলকাতার এই অঞ্চলগুলি থেকেই প্রাথমিক ভাবে ২২ জন ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা করেছে ‘আপনে আপ-ওম্যান ওয়ার্ল্ড ওয়াইড’।

তাদের এ প্রচেষ্টায় হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর শাখা। এদের সহায়তায় মিশনেরই আবাসিক বিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পাচ্ছে এই শিশুরা।

এই শিশুদের দায়িত্বে থাকা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী শুভঙ্কর মহারাজ জানিয়েছেন, কোনো ভাবেই এই শিশুদের আলাদা ভাবে ভাবা হবে না। অন্যান্য সব ধরনের আবাসিকদের সঙ্গেই চলবে এদের পঠন–পাঠন।

শুধু পঠন-পাঠনেই সীমাবদ্ধ থাকবে না শিশুদের শিক্ষা। এর সঙ্গেই বিদ্যালয় স্তর থেকেই অন্যান্য শিশুদের মতোই এদের প্রদান করা হবে নানা রকম কারিগরি শিক্ষা।

আবাসিক পড়াশুনার প্রয়োজনীয়তার কথা জানিয়ে ‘আপনে আপ-ওম্যান ওয়ার্ল্ড ওয়াইড’র অন্যতম সদস্য সাহানা দাসগুপ্ত জানিয়েছেন, অনেক সময়ই এই পতিতা পল্লীগুলো থেকেই গড়ে ওঠে নারী পাচারের চক্র। এই পরিবেশে বেড়ে ওঠা অনেকেই দেহ ব্যবসার দালালে পরিণত হয়।

পড়াশুনার সুযোগ পাওয়া শিশুদের কাছ থেকে জানা গেছে তারা শিক্ষার সুযোগ পেয়ে খুশি।

মায়েরা জানিয়েছেন, নিষিদ্ধ পল্লীতে শিশুদের নানা ধরনের ঘরের কাজ করতে হত, ফলে পড়াশুনার সুযোগ ছিল খুবই কম। অনেকেই অর্থনৈতিক কারণে পড়াশুনা করা থেকে বঞ্চিত ছিল, এই সুযোগ পেয়ে তারও খুশি।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।