ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ট্যাক্সি ধর্মঘটের জেরে নাকাল কলকাতাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
ট্যাক্সি ধর্মঘটের জেরে নাকাল কলকাতাবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিন কলকাতার রাস্তা থেকে উধাও ট্যাক্সি। পুলিসি হেনস্তার প্রতিবাদে কলকাতার ট্যাক্সি চালকরা এক দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন।



আর এই ধর্মঘটের জেরেই নাকাল শহরবাসী। অফিস যাত্রীদের অফিস যাবার পথে ব্যাপক সমস্যার মধ্যে পরতে হয়। হাসপাতালের সামনে অনেক অসুস্থ রোগীর পরিবার পরিজনকে চিকিৎসার জন্য হন্যে হয়ে গাড়ির খোঁজ করতে দেখা গেছে।

ট্যাক্সি চালকদের কর্মবিরতির ফলে অফিস যাবার সময়ে কলকাতার বাসগুলিতে প্রচণ্ড ভিড় দেখা দেয়।

ট্যাক্সি চালকরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। বিভিন্ন জায়গায় জোর করে ট্যাস্কি চালাতে গেলে পুলিশের সঙ্গে ট্যাক্সি চালকের বচসা বাঁধে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ট্যাক্সি চালকদের ধস্তাধস্তি হতেও দেখা গেছে।

যদিও পরিবহন মন্ত্রী মদন মিত্র বলেছিলেন সরকার ট্যাক্সি বন্ধ করতে দেবে না,কিন্তু বাস্তবে গোটা কলকাতা ঘুরে কোথায় ট্যাক্সি চলাচলের স্বাভাবিক ছবি দেখা যায়নি।

মনে করা হচ্ছে অফিস থেকে ফেরার সময় আর এক প্রস্থ নাকাল হতে হবে কলকাতার নাগরিকদের।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।