ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ভারতের স্বাধীনতা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, আগস্ট ১৫, ২০১৪
কলকাতায় ভারতের স্বাধীনতা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: যথাযথ সম্মানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে পালিত হলো ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস। ৬৭ বছর আগে ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

কলকাতার বিখ্যাত বিদ্যালয় ‘সাউথ পয়েন্ট স্কুল’র ছাত্র-ছাত্রীদের সঙ্গেই বর্ণাঢ্য অনুষ্ঠানে যোগ দেয় দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত ‘সুন্দরবন বালিকা বিদ্যানিকেতন’র ছাত্রীরা। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেয়।

এছাড়াও বিভিন্ন জেলার লোক শিল্পীরা স্বাধীনতা দিবসে তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। রেড রোডের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরাও।

স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী। পুলিশ বিভাগে পুরস্কার প্রাপ্তদের তালিকায় ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিত্‍ কর পুরকায়স্থ, বিধাননগরের কমিশনার রাজীব কুমার, সিদ্ধিনাথ গুপ্তা, ভারতী ঘোষ, সাইদ মির্জা, ডিপি সিংসহ আরও অনেকে।

স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের একাধিক জেলাকে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী। জেলার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন মুখ্য সচিব সঞ্জয় মিত্র।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।