ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজিবি-বিএসএফ মৈত্রী ম্যাচে জয়ী বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
বিজিবি-বিএসএফ মৈত্রী ম্যাচে জয়ী বিএসএফ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মৈত্রী বাস্কেট বল ম্যাচে জয় লাভ করেছে বিএসএফ।

রোববার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার এ ম্যাচের আয়োজন করে।



ম্যচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজিবি দলের মহম্মদ সামসুজ্জামান খান। ম্যাচের ফলাফল বিজিবি-৪৫ এবং বিএসএফ ৬৮।

বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী মনিষ গুপ্ত।

মন্ত্রী বলেন, সীমান্ত রক্ষীদের এই ম্যাচ দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে। খেলোয়াড়দের আমার পক্ষ থেকে অভিনন্দন।


তিনি উপস্থিত দুই দেশের প্রতিনিধিদের আরও বেশি করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে অনুরোধ করেন। পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য করতে প্রস্তুত বলে তিনি জানান।

খেলা শুরুর আগে বিজিবি দলের অধিনায়ক এন এস ইউ বি মহম্মদ মঞ্জিল মিয়া জানান, এ ধরনের প্রতিযোগিতায় জয়-পরাজয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি।

আগামী দিনে এই সম্পর্কের আরও উন্নতি হবে বলে তিনি তিনি আশা প্রকাশ করেন।

** বিজিবি ও বিএসএফ এর মৈত্রী বাস্কেট বল ম্যাচ

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।