ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আঘোষিত পরিবহণ ধর্মঘটে নাকাল শহরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
কলকাতায় আঘোষিত পরিবহণ ধর্মঘটে নাকাল শহরবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার পরিবহণে অঘোষিত ধর্মঘট চলছে সোমবার। একদিকে ট্যাক্সি চালকদের ডাকে কলকাতার ধর্মতলা এলাকায় একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

এর ফলে কলকাতার রাস্তায় সোমবার সকাল থেকে কোন ট্যাক্সির দেখা নেই।

সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় নাকাল হয়েছেন অফিস যাত্রীরা। প্রতিটি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে লম্বা লাইন দেখা গেলেও ট্যাক্সির দেখা মেলেনি। অপর দিকে কলকাতার বাস স্ট্যান্ডগুলিও ভিড়ে ঠাসা হলেও সেখানেও বাসের দেখা প্রায় নেই। বাস মালিক সংগঠনের দাবি বহুবার বলা সত্ত্বেও বাস ভাড়া না বাড়ার ফলে তাদের পক্ষে আর বাস চালানো সম্ভব হচ্ছে না।

এদিকে সরকারের তরফে কোনভাবেই বাস ভাড়া কিংবা ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবি মানা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে এই সমস্যার সমাধান করতে সরকারিভাবে কোন পরিবহনকে রাস্তায় নামানো হয়নি।

কলকাতার মত একটি ব্যস্ত শহরে বাস এবং ট্যাক্সি না চলার ফলে তাই ব্যাপক সমস্যা চোখে পড়েছে। গুটিকয়েক বাস চলার ফলে অতিরিক্ত ভিড় লক্ষ করা যাচ্ছে। কলকাতার হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে দূরপাল্লার যাত্রী এবং নিত্য যাত্রীদের প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়। বিমানবন্দরে পৌঁছাতে সমস্যার পড়েন যাত্রীরা।

হাসপাতালমুখী রোগীদেরও এই অঘোষিত ধর্মঘটের ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হয়।

তবে কবে এই পরিষেবা স্বাভাবিক হবে সেই কথা সঠিক ভাবে জানাতে পারেনি কোন পক্ষই।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।