ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে অভিনেত্রী অপর্ণা সেনকে জেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
সারদা কাণ্ডে অভিনেত্রী অপর্ণা সেনকে জেরা অপর্ণা সেন

কলকাতা: সারদা কাণ্ডে এবার ডেকে পাঠানো হলো অভিনেত্রী অপর্ণা সেনকে। প্রখ্যাত এই অভিনেত্রী তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।



সারদা গোষ্ঠীর একটি পত্রিকার সম্পাদক ছিলেন অপর্ণা সেন। সম্ভবত সে বিষয়ের জন্যই অপর্ণাকে ডেকে পাঠানো হলো।

এরই মধ্যে ইডি দফতরে পৌঁছেছেন অপর্ণা। সঙ্গে রয়েছেন তার স্বামী কল্যাণ রায়।

মনে করা হচ্ছে পত্রিকা সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়ে তাকে জিসাজ্ঞাবাদ করা হচ্ছে। সংস্থার যাবতীয় নথিপত্রও আনতে বলা হয়েছে তাকে।

আপরদিকে পশ্চিমবঙ্গের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়কেও তলব করছে ইডি। তিনি তার সিমেন্ট কারখানা সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের কাছে বিক্রি করেছিলেন। কারখানা হস্তান্তর হওয়ার আগের সমস্ত ব্যালেন্স শিট ও অডিট রিপোর্ট তাকে সঙ্গে রাখতে বলা হয়েছে।

ইডি সূত্রের খবর, কারখানা বিক্রির মধ্যস্থতা করেছিলেন এক রাজনৈতিক দলের নেতা। তার পরিচয় সম্বন্ধে সম্ভবত জেরা করা হবে শ্যামাপদ মুখোপাধ্যায়কে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।